আপডেট : ২৫ নভেম্বর, ২০১৫ ১৬:১৬

আমিরের সুরে সুর মিলালো এ আর রহমান

অনলাইন ডেস্ক
আমিরের সুরে সুর মিলালো এ আর রহমান

অসহিষ্ণুতার প্রশ্নে এবার আমির খানের পাশে দাঁড়ালেন অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান।

মঙ্গলবার গোয়ার পানাজিতে ৪৬তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে তিনি বলেন, “দুমাস আগে আমারও ঠিক আমিরের মতোই মনে হচ্ছিল। কোনও রকম সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়। আমরা সভ্য সমাজের মানুষ। সারা বিশ্বের সামনে আমাদের নিজেদের সভ্য মানুষ হিসেবেই তুলে ধরা উচিত।”

মাস দু’য়েক আগে ইরানি ছবি মুহাম্মদ: মেসেঞ্জার অফ গডের সঙ্গীত পরিচালনা করে মুম্বইয়ের রাজা-অ্যাকাডেমির সমালোচনার মুখে পড়েছিলেন রহমান। তাঁকে আবার হিন্দু ধর্ম গ্রহণ করার প্রস্তাবও দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ।

ওদিকে সোমবার দিল্লিতে একটি অনুষ্ঠানে আমির খান জানান, খবরের কাগজ পড়ে এবং টিভি দেখে তিনি আতঙ্কিত। দেশ জুড়ে অসিহষ্ণু পরিবেশ নিয়ে ভীত তাঁর স্ত্রী কিরণ রাও-ও। তারা এতটাই আতঙ্কিত যে দেশ ছেড়ে চলে যেতে চাইছেন!

সন্তানদের নিরাপত্তার প্রয়োজনে কিরণ তাঁকে দেশ ছাড়তে বলেছেন, বলনে আমির।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেএইচ/একে/জেডএম/২৫/১১/০১৫

উপরে