আপডেট : ২ ডিসেম্বর, ২০১৫ ১৬:২১

রবীন্দ্রনাথ চরিত্রে নাসিরুদ্দিন শাহ

অনলাইন ডেস্ক
রবীন্দ্রনাথ চরিত্রে নাসিরুদ্দিন শাহ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে তৈরি হতে চলেছে বায়োপিক। “থিঙ্কিং অব হিম” শিরোনামের চলচ্চিত্রটির প্রধান চরিত্রে দেখা যাবে বলিউডের বর্ষিয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে।

সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত ৪৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন  আর্জেন্টানিয়ান নির্মাতা পাবলো সিজার। 

পরিচালক হিসাবে পাবলো যথেষ্ট পরিচিত নাম। ব্যাঙ্কস, হুনাবকু ইত্যাদি বিখ্যাত সিনেমা তৈরি করেছেন তিনি।

ভারতে এসে নাসিরুদ্দিন শাহকে রাজি করিয়েছেন এমন চরিত্রে অভিনয় করার জন্য।

পরিচালক সিজার রবীন্দ্রনাথ ঠাকুরের গুণমুগ্ধ। ৩৪ বছর বয়সে ভারতে এসে তিনি শান্তিনিকেতনে যান সেখানে তিনি কবিগুরুর পাঠদান পদ্ধতি দেখে মুগ্ধ হন।

সিনেমার শুটিং হবে ১৯২৪ সালকে কেন্দ্র করে। সে সময়ে কবির বয়স ছিল ৬৩ বছর। সিনেমাটিতে কিছু দৃশ্য রঙিন ও কিছু প্রয়োজন মতো সাদাকালো হবে।

নির্মাতা আরো জানান আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটির শুটিং হবে ভারতের শান্তি নিকেতন ও আর্জেন্টিনায়। 

বিডিটাইমস৩৬৫ ডটকম/আরআর/একে
 

উপরে