আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৫ ১৬:২৮

সালমান কি হত্যাকারী...?

অনলাইন ডেস্ক
সালমান কি হত্যাকারী...?

সত্যিই কি সেই রাতে মদ খেয়েছিলেন সালমান? আর ল্যান্ড ক্রুজার গাড়িটি চালানোর সময় কি সত্যিই মাতাল ছিলেন তিনি? যার তলায় চাপা পড়ে নিহত হয়েছিলেন এক ছিন্নমূল ব্যক্তি। আর মারাত্মকভাবে আহত হয়েছিলেন আরও চার জন।

যদিও এসব প্রশ্নে সালমান খান ইতোমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন। গত মে মাসে মুম্বাই নগর দায়রা আদালত তার পাঁচ বছর কারাদণ্ডের নির্দেশও দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে সালমান মুম্বাই হাইকোর্টে আপিল মামলা করেন।এর পরিপ্রেক্ষিতেই আদালত দণ্ড স্থগিত করেন সালমানের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মঙ্গলবার মুম্বাই হাইকোর্ট সালমানের করা আপিলের রায় দেবেন।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোর রাতে সালমানের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ির চাপায় ফুটপাতে শুয়ে থাকা একজন নিহত হন, আহত হন আরও চারজন।

সালমানের বিরুদ্ধে অভিযোগ,  মদ্যপান অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

তবে সালমানের দাবি,  দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না।

বিডিটাইমস৩৬৫ডটকম/আরআর  

উপরে