আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৬ ১১:৩৭
সাভারে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত পরিচয় নারী নিহত
অনলাইন ডেস্ক

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাসের চাপায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে