আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৫৫
যানজটে নাকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
বিডিটাইমস ডেস্ক

তীব্র যানজটে নাকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। দুর্ভোগে পড়েছেন দুরাঞ্চলের যাত্রীরা।
জানা যায়, ৫ ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৫টায় মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনা সেতুর ওপর ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় তীব্র যানজটের কবলে পড়েন যাত্রীরা। এতে করে ভবেরচর এলাকা থেকে সোনারগাঁও চৌরাস্তা পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. শাহজামান বলেন, বিকল হওয়ার ২০ মিনিট পর ট্রাকটি সরানো হয়েছে। যানবাহনের চাপ বেশি থাকায় যানজট বেড়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম