আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৫ ১৮:৫৭

নগরে শীতের আভাস, তীব্রতা বাড়বে জানুয়ারিতে

বিডিটাইমস ডেস্ক
নগরে শীতের আভাস, তীব্রতা বাড়বে জানুয়ারিতে

উত্তরের জনপদ রাজশাহী, রংপুরসহ সারাদেশেই বেড়েছে শীতের তীব্রতা।

মৃদু শৈত্য প্রবাহের কারণে কনকনে ঠাণ্ডা আর হিমেল হাওয়ায় মানুষের স্বাভাবিক চলাচল কমে গেছে। দূর্ভোগ বেড়েছে ছিন্নমুল মানুষের।

জানুয়ারির প্রথম সপ্তাহেই তীব্র শৈত্য প্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

রংপুর, রাজশাহী ও নওগাঁ অঞ্চলে শীত সবচেয়ে বেশি। ঢাকাবাসীও টের পেতে শুরু করেছে শীতের তীব্রতা।

গত ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ছিলো রাজশাহীতে সাত দশমিক পাঁচ ডিগ্রী সেলসিয়াস।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক চার ডিগ্রী সেলসিয়াস।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম

 

উপরে