আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৪৩
স্পট ফিক্সিংয়ের দায়ে আম্পায়ার রউফ নিষিদ্ধ
স্পোর্টস ডেস্ক

আইপিএল স্পট ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হলেন পাকিস্তানি আম্পায়ার রউফ। আইপিএল স্পট ফিক্সিংয়ের অভিযোগে এবার পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফকে ব্যান করল বিসিসিআই। এর আগে দুই ভারতীয় ক্রিকেটার অজিত চাণ্ডিলা ও হিকেন শাহ-কে শাস্তি দেওয়া হয়। অজিত চাণ্ডিলার উপর নেমে আসে আজীবন নিষিদ্ধের আদেশ। হিকেন শাহকে নিষিদ্ধ করা হয়েছে ৫ বছরের জন্য।
বিডিটাইমস৩৬৫ডটকম/আইএম