মৃত মানুষের সঙ্গে সেলফি এবার বাংলাদেশে!

গত বছরের জুলাই মাসে সৌদি আরবের মদিনায় মৃত মানুষের সঙ্গে সেলফি তোলার বিরল দৃষ্টান্ত স্থাপন করে এক কিশোর। ওই সেলফিকে কেন্দ্র করে তখন সারা পৃথিবীজুড়ে সমালোচনার ঝড় ওঠে। মৃত মানুষটি সম্পর্কে কিশোরের দাদা ছিলো।
আর এবার পালা নানার! পালা বাংলাদেশেরও!
বাংলাদেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির সঙ্গে সেলফি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে তিন কিশোর!
সেলফিতে দেখা যায়, কিশোররা তাদের মৃত নানার সঙ্গে পোজ দিয়েছে। ফেসবুকে তা প্রকাশ করে তাদের একজন লিখেছে, ‘যাকে নিয়ে এত মজা করতাম, যাকে ঘিরে ছিল আমাদের হাঁসি খুশি, যার সাথে কথা না বলে থাকতাম না, সে হল আমার নানা। তিনি আর নেই। চলে গেছেন না ফেরার দেশে। আমরা তোমায় ভুলবো না। Miss u so much Nana bhai.’
মদিনার ঘটনার এখনো তদন্ত চলছে। গুরুতর শাস্তি হতে পারে ওই কিশোরের। তবে আমাদের দেশে এসব ঘটনার পূনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য প্রকৃত শিক্ষার আলো ছড়ানোর ওপরই জোর দিলেন সুধিজনেরা।
বিডিটাইমস৩৬৫ডটকম/মাঝি