আপডেট : ২৮ নভেম্বর, ২০১৫ ১৫:৪৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪ ভুয়া পরীক্ষার্থী আটক

অনলাইন ডেস্ক
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪ ভুয়া পরীক্ষার্থী আটক
ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বদলি (প্রক্সি)পরীক্ষা  দেওয়ার অপরাধে চারজনকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া ঘ ইউনিটের পরীক্ষা চলাকালে বিভিন্ন হল থেকে তাদের আটক করে।

এরা হলেন-মো. কবির হোসেন, রাহাতুল ইসলাম, লাল বিনতে জহির ও সিয়ামুজ্জামান।

এছাড়া এসময় সন্দেহভাজন হিসেবে তানভির হোসেন আকন, ফারজানা আক্তার ও শামামা আক্তার নামে আরো তিনজনকে আটক করা হয়।

এ ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মুহাসিন উদ্দিন।

তিনি বলেন, সন্দেহভাজন হিসেবে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

বিডিটাইমস৩৬৫/একে/জেডএম

উপরে