আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৫ ১৮:৫৯

ক্লাব বিশ্বকাপে মাঠে ফেরার সম্ভাবনা নেইমারের

অনলাইন ডেস্ক
ক্লাব বিশ্বকাপে মাঠে ফেরার সম্ভাবনা নেইমারের

ইনজুরির কারণে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামা হয়নি য়ান তারকা নেইমার দ্যা সিলভা সান্তোস জুনিয়র।

বেয়ার লেভারকুজেনের বিপক্ষে সেই ম্যাচটি ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। যদিও নকআউট পর্ব আগেই পার হয়েছিলো কাতালানরা। ম্যাচের আগের দিন অনুশীলনের সময় চোট পান ২৩ বছর বয়সী এই ফরয়ার্ড।

স্পেনের সংবাদমাধ্যম বলছে, লা লিগায় আগামী শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নামা নিয়ে শঙ্কায় এই তারকা। তবে, ক্লাব বিশ্বকাপের আগেই নেইমার চোট থেকে সেরে উঠবেন বলে জানিয়েছেন করছেন তার বাবা।

টুর্নামেন্টের সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার জাপানের ইয়োকোহামায় মেক্সিকোর দল ক্লাব আমেরিকা বা চীনের গোয়াংজো এভারগ্রান্দের মুখোমুখি হবে বার্সেলোনা। আর টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২০ ডিসেম্বর। 

এদিকে বার্সা কোচ লুইস এনরিক নেইমারকে ফেরানো নিয়ে তাড়াহুড়ো করতে চান না। জানান, ব্রাজিলের এই ফরোয়ার্ড কত দিন মাঠের বাইরে থাকবেন সেটা তার উপরই নির্ভর করছে। এ মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করেছেন নেইমার।

এদিকে নেইমারের বার্সেলোনা ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুজব নাকচ করে দিয়েছেন তার বাবা ।

তিনি ব্রাজিল ইএসপিএনকে বলেন, “নেইমার তার নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন। আমি ওকে এ বিষয়ে কোনো চাপ দেবনা।”

বিডিটাইমস ৩৬৫ ডটকম/এসআর/একে

উপরে