বাজারে আসছে সেলফি নিয়ন্ত্রন পিল

বিশ্বেজুড়ে ছড়িয়ে পড়েছে সেলফি রোগ। বিভিন্ন ভঙ্গিমায়, নানান ঢঙে, বিভিন্ন স্থানে এবং অনেক কিছুকে সাথে নিয়ে সেলফি তোলা হালের ফ্যাশনে পরিণত হয়েছে। সেলফি তুলে সেগুলো আবার ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটারে পোষ্ট না করতে পারলে অনেকে অসুস্থ হয়ে পরেন। কে কতো ইউনিকভাবে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করতে পারে তা নিয়ে চলছে প্রতিযোগিতা।
বিশেষ করে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের মধ্যে সেলফি তোলার প্রবণতা বেশী। এমনকি এটা অনেক ক্ষেত্রে আসক্তি বা ব্যাধিতে পরিণত হয়েছে।
সারাদিন ফোন নিয়ে সেলফি তোলার ভূত যাদের ঘাড়ে রয়েছে, তাঁদের জন্য তৈরি হল অ্যান্টি সেলফি পিল। একটা খেলেই হাওয়া হয়ে যাবে সেলফি ভূত। বিজ্ঞানিরা জানিয়েছেন কিছুদিনের মধ্য বাজারে আসবে ট্যাবলেটটি। এই পিল খাওয়ায়ার পর ধীরে ধীরে কমে আসবে আত্মরতি দোষ। পকেট থেকে ফোন বের করেই নিজের দিকে ক্যামেরা তাক করার ইচ্ছেও আর থাকবে না।
প্রত্যেক বিষয়েরই ভালো এবং খারাপ দিক আছে। তেমনই সেলফির রয়েছে উপকারি ও ক্ষতিকর দিক। তবে কোনো বিষয় যখন আসক্তি বা ব্যাধির পর্যায়ে চলে যায়, তখন সেটার উপকারি দিকের চেয়ে অপকারি দিকটাই মুখ্য হয়ে ওঠে।
বিডিটাইমস৩৬৫ডটকম/এসএম