সিদ্ধান্তের ঘোরপাকে বিএনপি | BD Times365 সিদ্ধান্তের ঘোরপাকে বিএনপি | BdTimes365
logo
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৫ ০৯:৪৯
স্থানীয় সরকার নির্বাচন
সিদ্ধান্তের ঘোরপাকে বিএনপি
ষ্টাফ রিপোর্টার

সিদ্ধান্তের ঘোরপাকে বিএনপি

স্থানীয় সরকার নির্বাচনে যাবে কিনা এ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপি। চেয়ারপারসনের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক শেষে এমনটিই জানালেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
 
২৫ নভেম্বর বুধবার রাত ৯টায় স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

টানা আড়াই ঘণ্টা বৈঠক শেষে  রাত সাড়ে ১১টায় গুলশান রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে রিপন বলেন, বিএনপি স্থানীয় নির্বাচনে যাবে কি যাবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌছানো সম্ভব হয়নি। তফসিল ঘোষণার পর প্রার্থী এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। জাতীয় কাউন্সিল, বর্তমান রাজনৈতিক পরিস্থিতসহ বিভিন্ন বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে।
 
বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. আবদুল মইন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, সাবিহউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, দফতর সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।