বিশ্বসেরার অসৌজন্যমূলক আচরণ | BD Times365 বিশ্বসেরার অসৌজন্যমূলক আচরণ | BdTimes365
logo
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৫ ১১:২৩
সাকিব এক ম্যাচ নিষিদ্ধ গুনতে হবে জরিমানা
বিশ্বসেরার অসৌজন্যমূলক আচরণ
স্পোর্টস ডেস্ক

বিশ্বসেরার অসৌজন্যমূলক আচরণ

গতকাল খেলার মাঠে হয়তো একটু বেশিই উত্তেজিত হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভুলের মাশুল তো তাকে বহন করতেই হবে। এক ম্যাচ থাকতে হবে মাঠের বাইরে, জরিমানা গুনতে হবে নগদ বিশ হাজার টাকা।

গতকাল ২৮ নভেম্বর বিপিএল এর তৃতীয় আসরের দশম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সুপার স্টার্সের সাথে সাকিবের রংপুর রাইডার্সের ম্যাচ চলাকালে স্বদেশী আম্পায়ার তানভির আহমেদের সাথে অশুলভ আচরণের দায়ে এই সাজার মুখে পড়েন তিনি।

বৃহস্পতিবার বিপিএলের দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করছিলেন সিলেট সুপার স্টার্স। ঘটনার সূত্রপাত ইনিংসের ১৩তম ওভারে বল করছিলেন লংকার পেসার থিসারা পেরেরা ব্যাট হাতে মুশফিকুর রহিম।

পেরেরার ছোঁড়া ওভারের শেষ বলটি ব্যাটিং মুশফিকের হাত ছুঁয়ে উইকেট রক্ষকের তালুবন্ধী। আবেদন ওঠে কটঁ বিহাইন্ডের, কোনো সাড়া আসেনি আম্পায়ার তানভীর আহামেদের কাছ থেকে। ব্যাস, ক্ষেপে যান অধিনায়ক সাকিব। ক্ষুব্ধ হয়ে তেড়ে যান ক্ষোভ ঝাড়েন আম্পায়ারের উপর।

কিংকর্তব্যবিমূঢ় আম্পায়ার অবাক হয়ে তাকিয়ে থাকে সাকিবের দিকে। হয়তো সে মুহুর্তে ভাবতে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডারের এ কেমন আচরণ?

মাঠে নিরবে সহ্য করেছে কিন্তু মাঠ পেরিয়ে সোজা বিষয়টি সম্পর্কে অবগত করেন ম্যাচ রেফারি সেলিম সাহেদকে। মাঠে এমন অসুলভ আচরণের কারনে ওয়ান আর্টিকেলের ২.১.৪ এবং ২.১.৭ এর কোড অব কন্ডাক্টের আওতায় সাকিবকে এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে আরো ২০,০০০ টাকা জরিমানাও করা হয়েছে।

বিডিনিউজ ৩৬৫ডটকম/এসএম/