পাক-ভারত ক্রিকেটে কৃষ্ণপক্ষের ছায়া | BD Times365 পাক-ভারত ক্রিকেটে কৃষ্ণপক্ষের ছায়া | BdTimes365
logo
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৫ ১১:২৭
পাক-ভারত ক্রিকেটে কৃষ্ণপক্ষের ছায়া
অনলাইন ডেস্ক

পাক-ভারত ক্রিকেটে কৃষ্ণপক্ষের ছায়া

পাক-ভারতের মহারণ আর হচ্ছে না। রাজনীতি আর সীমান্তের ঘোলাজল দুরে ঠেলে আবার মাঠে গড়াবে ক্রিকেট। এমন কিছুর অপেক্ষায় ছিল ক্রিকেট প্রেমিরা। শেষ পর্যন্ত পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অনুমতি পেলেও অনুমতি পায়নি ভারতের প্রধানমন্ত্রীর।

তাই কৃষ্ণপক্ষের ছায়া পেল শ্রীলঙ্কায় বহুল প্রতিক্ষীত পাক-ভারত সিরিজ।

হিন্দুস্তান টাইমস এর বরাতে জানানো হয়, নিরপেক্ষ ভেন্যু হিসেবে  শ্রীলঙ্কার মাটিতে আগামী ১৫ ডিসেম্বর থেকে তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, এমন খবরে ক্রিকেট ভক্তদের অপেক্ষার পালাটা এখন আরো দীর্ঘায়িত হওয়ার পথে!

বিসিসিআই এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘ভারত সরকারের ইঙ্গিত ছিল। জনগণের মনোভাব পাকিস্তানের বিপক্ষে। যদিও প্রস্তাবিত দ্বিপাক্ষিক সিরিজ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হওয়া কথা। সরকার চাইলে অনেক আগেই অনুমতি পেতাম। তাই এ সিরিজ ‍আয়োজন করা সম্ভব হবে বলে আমি মনে করি না।’

তাহলে কী পাক-ভারত সিরিজ আবারো অনিশ্চয়তার বেড়াজালে পড়ে গেল! অবশ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিংবা বিসিসিআই এ ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেয়নি। বিশেষ করে, ভারতীয় ক্রিকেট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সেটিই এখন দেখার অপেক্ষা।

বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম