স্লোভেনিয়ায় গণভোটে নিষিদ্ধ সমকামী বিয়ে | BD Times365 স্লোভেনিয়ায় গণভোটে নিষিদ্ধ সমকামী বিয়ে | BdTimes365
logo
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৫ ১৪:১৯
স্লোভেনিয়ায় গণভোটে নিষিদ্ধ সমকামী বিয়ে
আন্তর্জাতিক ডেস্ক

স্লোভেনিয়ায় গণভোটে নিষিদ্ধ সমকামী বিয়ে

গণভোটে স্লোভেনিয়ায় নিষিদ্ধ হলো সমকামী বিয়ে। বিপুল ভোটে এধরনের বিয়ের আইনটির বিরুদ্ধে মত দিলো দেশটির জনগণ।

রোববার অনুষ্ঠিত ওই গণভোটে দুই-তৃতীয়াংশ ভোটারই সমকামী বিয়ের বিরুদ্ধে তাদের রায় দেন।

বিবিসির খবরে জানানো হয়, গত মার্চ মাসে স্লোভেনিয়ান পার্লামেন্টে সমকামী বিয়ের আইনটি পাস হয়। কিন্তু বিরোধীদল এই আইনের বিপক্ষে অবস্থান নেয় এবং প্রবল গণআন্দোলন গড়ে তোলে।

বিরোধীদল কনজারভেটিভ পার্টি পোপ ফ্রান্সিসের দ্বারা প্রভাবিত। ক্ষমতাসীন বাম মোর্চার দুই এমপি যারা এই আইনটি পাস করেছিলেন, তারা মনে করেন, গণভোটের ফলাফল একটি সাময়িক পশ্চাদপদতা।

বাম মোর্চার এমপি ভায়োলেটা টমিক এ ব্যাপারে বলেন, “এটি এখানেই শেষ নয়, আজ অথবা কাল আইনটি গৃহীত হবেই।”

বিশ্লেষকরা মনে করেন, স্লোভেনিয়ায় গণভোটের ফলাফল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে একটি সাংস্কৃতিক বিভাজন প্রমাণ করেছে। ইউনিয়নভুক্ত পশ্চিমের দেশগুলো সমকামী বিয়ের পক্ষে রয়েছে, অন্যদিকে মধ্য ও পূর্বাংশের রাষ্ট্রগুলো এমন বিয়ের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করেছে।

বিডিটাইমস৩৬৫/পিএম/একে