আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত | BD Times365 আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত | BdTimes365
logo
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৫ ১২:৩২
আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বিডিটাইমস ডেস্ক

আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কোন ভাবেই থামছেনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হামলা। বিভিন্ন সময়ে বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে কথা হলেই ভারতের পক্ষ থেকে বলা হয়ে থাকে সীমান্তে হত্যা শূণ্যতে নামিয়ে আনা হবে। আর পরক্ষনেই বিএসএফ গুলি চালায় বাংলাদেশিদের উপর।

এবার, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বশালগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হেমন্ত কুমার (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে বশালগাঁও সীমান্তের ৩৫১ নম্বর পিলারের কাছে ভারতের সনগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা হেমন্তকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হেমন্ত কুমার ওই উপজেলার খলড়া গ্রামের জীতেনন্দ্রনাথের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গরু ব্যবসায়ী হেমন্ত কয়েকজনের সঙ্গে ভারতে গরু আনতে যান। এসময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দিনাজপুর-৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আকতার ইকবাল বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিটাইমস৩৬৫ডটকম/এআর