
ভাইরাসের নাম জিকা। বাহক মশা। ব্রাজিলে এই মশার কামড় খাওয়া মায়েরা জন্ম দিচ্ছে ব্রেন ড্যামেজ শিশুর। নতুন করে গর্ভবতী হতে তাই নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।
ইয়াহু নিউজ জানায়, ভয়ঙ্কর জিকা ভাইরাস উপস্থিতির প্রমাণ মিলেছে সদ্যোজাত ব্রাজিলিয়ান শিশুদের শরীরে। আক্রান্তের সংখ্যাটা হাজার ছাড়িয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে বুধবার ব্রাজিলে জরুরী সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে মা হওয়ায়ও নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিষেধাজ্ঞায় বলা হয়, এখন মা হবেন না। মশাবাহিত ভাইরাসে আপনার হবু সন্তান আক্রান্ত হতে পারে।
দেশটির স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, এবছর ব্রাজিলে প্রায় ২৭০০ শিশু মাথায় সমস্যা নিয়ে জন্মেছে। ২০১৪ সালে এই সংখ্যাটা ছিলো মাত্র ১৫০।
জিকা ভাইরাস প্রথম পাওয়া যায় ৭০ বছর আগে আফ্রিকার জঙ্গলে বাঁদরের শরীরে। আর ব্রাজিলে সেই ভাইরাসের খোঁজ মিলেছে সদ্যোজাতের শরীরে। দেখা যাচ্ছে, এই ধরনের ভাইরাসে আক্রান্ত শিশুরা মারাত্মক মস্তিস্কের সমস্যা নিয়ে জন্মাচ্ছে।
ফুটবলের দেশে এমন ভাইরাস হানার পিছনেও সেই ফুটবলই কারণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৪ বিশ্বকাপের সময় কোনও পর্যটকের মাধ্যমেই ‘জিকা’ ভাইরাস ব্রাজিলে এসেছে ।
বিডিটাইমস৩৬৫.কম/পিএম