আপডেট : ২ ডিসেম্বর, ২০১৫ ১৫:০৬

পুতিনকে সতর্ক করলেন ওবামা

অনলাইন ডেস্ক
পুতিনকে সতর্ক করলেন ওবামা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সিরিয়ার গৃহযুদ্ধে জড়ানোর পরিণতি সম্পর্কে তিনি সতর্ক হতে বললেন পুতিনকে। আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপের প্রসঙ্গ তুলে ধরে সেখান থেকে শিক্ষা নিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বানও জানান তিনি।

ফ্রান্সে চলমান জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে তার প্যারিস সফরের শেষ মুহূর্তের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবামা।

পুতিনকে আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপের স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি দাবি করেন, রাশিয়া যা করছে তা কেবল একটা মীমাংসাহীন রক্তাক্ত গৃহযুদ্ধকেই গতিশীল করতে পারে।

পুতিনের সঙ্গে সব বিষয়ে তার দ্বিমত নেই দাবি করে ওবামা বলেন, সিরিয়ায় এই রক্তাক্ত পরিস্থিতির অবসানের ব্যাপারে তারা একমত। তবে সিরিয়ার চলমান পরিস্থিতির অবসানে ক্ষমতাসীন বাশার আল আসাদকে অবশ্যই পদত্যাগ করতে হবে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। জলবায়ু পরিবর্তনের মতো করেই আইএসকে রুখতে কবে বলেও মন্তব্য করেন ওবামা।

বিডিটাইমস৩৬৫ডটকম/এসএম/একে

উপরে