আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৫ ১০:৪৯

বর্ষসেরার তালিকায় আইএস প্রধান বাগদাদি

অনলাইন ডেস্ক
বর্ষসেরার তালিকায় আইএস প্রধান বাগদাদি

বর্ষসেরা ব্যাক্তি আইএস প্রধান! কিছুটা অবাক খবরই বটে।

টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তির তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্বের পাশাপাশি উঠে এল ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি-র নাম। প্রথম বাছাই পর্বে ৫৮ জনের মধ্যে নরেন্দ্র মোদী, মুকেশ অাম্বানি এবং গুগ্‌ল সিইও সুন্দর পিচাইয়ের নাম থাকলেও চূড়ান্ত বাছাই পর্বে বিশ্ব ব্যক্তিত্বদের পিছনে ফেলে দিয়ে প্রথম আট জনের তালিকায় ঢুকে পড়েন আইএস প্রধান।

কী ভাবে বাগদাদি এই তালিকায়?

টাইমস-এর যুক্তি, সিরিয়া ও ইরাকে অনুগামীদের জিহাদে উদ্বুদ্ধ করা এবং তিউনিসিয়া ও ফ্রান্সের মতো দেশে হামলা চালানো— সব মিলিয়ে তাঁর যে প্রভাব সেই ভিত্তিতেই প্রথম আট জনের তালিকায় ঢুকে পড়েছেন বাগদাদি।

বাগদাদি এবং ডোনাল্ড ট্রাম্প ছাড়াও টাইমস-এর চূড়ান্ত আটের তালিকায় আছেন জার্মানি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অলিম্পিক জয়ী ব্রুস জেনারের মতো ব্যক্তিত্বরা। 

উপরে