আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৫ ১৪:৩২

উত্তর কোরিয়ায় ধর্মপ্রচার করতে গিয়ে যাবজ্জীবন কানাডিয়ান যাজকের

আন্তর্জাতিক ডেস্ক
উত্তর কোরিয়ায় ধর্মপ্রচার করতে গিয়ে যাবজ্জীবন কানাডিয়ান যাজকের

হাই সো লিম নামের কানাডিয়ান এক যাজককে যাবজ্জীবন সাজার রায় দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ আদালত।

বুধবার রাজধানী পিয়ং ইয়ংয়ের সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

৬০ বছর বয়সী কানাডিয়ান যাজক সো লিম চলতি বছরের জানুয়ারি মাসে গ্রেপ্তার হয়েছিলেন। মানবধিকার সংক্রান্ত কাজে তিনি দেশটিতে গিয়েছিলেন।

তার বিরুদ্ধে আদালতে আনা অভিযোগে বলা হয়, মানবাধিকার নিয়ে কাজ করতে আসলেও তিনি সেখানে ধর্মীয় প্রচারণা চালাতেন। সে প্রচারণার আড়ালে তিনি যোগ দেন উত্তর কোরিয়ার বিরোধী একটি গুপ্ত সংগঠনে। তাদের হয়ে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার স্বার্থ রক্ষার্থে তিনি শুরু করেন উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা।   

সো লিম কানাডিয়ার নাগরিক হলেও দক্ষিণ কোরিয়া বংশোদ্ভূত। সব মিলিয়ে তার বিরুদ্ধে উত্তর কোরিয়ার আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়।

আদালতের রায়ে বলা হয়, তিনি সরকারকে উৎখাত করে একটি ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে নাসকতার চক্রান্ত করেছিলেন।

উত্তর কোরিয়ায় ধর্মীয় প্রচারণা নিষিদ্ধ। তবে সো লিমের পরিবারের সদস্যরা এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।

তার পরিবারের দাবি, গত জানুয়ারী মাসে লিম উত্তর কোরিয়ায় যান। তিনি সেখানে মূলত মানবাধিকারমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত।

 

বিডিটাইমস৩৬৫ ডটডকম/পিএম/একে

উপরে