আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৫ ১৩:২৩

নাবালক ধর্ষকের মুক্তি রদের আবেদন: আবারো শুনানি

আন্তর্জাতিক ডেস্ক
নাবালক ধর্ষকের মুক্তি রদের আবেদন: আবারো শুনানি

ভারতে আলোচিত দিল্লি ধর্ষণকান্ডের ‘নাবালক’ ধর্ষকের মুক্তি রদ করতে রাজ্য মহিলা কমিশনের করা আবেদনের ওপর সোমবার আবারো শুনানি হবে সুপ্রিম কোর্টে।

আদালতের রায়ে রোববার বিকেল ৫টার পর মুক্তি পেয়েছিলো ওই অপরাধী। শনিবার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রহরায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে তাকে হস্তান্তর করা হয়।

 

পরবর্তীতে মুক্তি নিশ্চিত হলে তার সম্মতিতে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের হাতেই তাকে তুলে দেওয়া হয়। 

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, সুপ্রিম কোর্টে বিচারাধীন বলে নাবালকের মুক্তি স্থগিত রাখার অনুরোধ জানিয়ে জুভেনাইল জাস্টিস বোর্ডকে আবারো চিঠি লিখেছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল।

সোমবার ওই অপরাধীর মুক্তি রদের দাবি তুলে নির্যাতিতার মা-বাবা আশাদেবী এবং বদ্রীনাথ সিংহ প্রতিবাদ জানাতে গিয়েছিলেন রাজধানীতে ইন্ডিয়া গেইটের সামনে। তবে সেখানে ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ তাদের ঢুকতে দেয়নি।

অপরাধীকে নিরাপত্তার কারনে সেফ হোমে সরিয়ে দেওয়ার খবর চাউর হতেই গতকাল সন্ধ্যা থেকেই তৎপর হয়েছিলেন মালিওয়াল।

প্রথমে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের হস্তক্ষেপ চেয়ে তাদের চিঠি লেখেন। দেখা করতে চেয়ে চিঠি দেন উপ রাষ্ট্রপতি হামিদ আনসারিকেও।

মহিলা কমিশনের আবেদনের ভিত্তিতে সোমবার মধ্যরাতে বিষয়টি শুনানির জন্য ভেকেশন বেঞ্চে পাঠিয়েছিলেন প্রধান বিচারপতি।

বিচারপতি এ কে গয়াল এবং বিচারপতি ইউ ইউ ললিতকে নিয়ে গঠিত ভেকেশন বেঞ্চও গতরাতে মুক্তির উপরে স্থগিতাদেশ দেয়নি।

রাত ২টায় ওই বেঞ্চ নির্দেশ দেয়, এ বিষয়ে শুনানি হবে সোমবার।

অপরাধীর মুক্তির বিপক্ষে আইনজীবী দেবদূত কামাথ এর আগে আদালতকে জানিয়েছিলেন, ওই ‘নাবালকে’র অপরাধের জন্য কোনও অনুতাপ বা অনুশোচনা নেই।

বিডিটাইমস৩৬৫/পিএম/একে

উপরে