অবসরের পরও শীর্ষ আয়ের তালিকায় বেকহাম

ডেভিড বেকহ্যাম ফুটবল থেকে অবসর নিয়েছেন আগেই। স্ত্রী ভিক্টোরিয়ার গানের ক্যারিয়ারও ফিকে হয়ে গেছে দীর্ঘদিন। তারপরও আয়ের দিক দিয়ে তাদের দাপট বর্তমানের অনেক সেলিব্রিটিকে হার মানায়।
চলতি বছর এ তারকা দম্পতি আয় করেছেন ৬ কোটি ৫৪ লাখ পাউন্ড। টাকায় যার পরিমান ৭৫৫ কোটিরও বেশি। সে হিসেবে তাদের প্রতিদিনের আয় ২ কোটি টাকারও বেশি। এ খবর দিয়েছে বিৃটেনের ডেইলি মেইল।
বেকহ্যাম দম্পতির ফ্যাশন ও ব্র্যান্ডিংয়ের যাবতীয় বিষয় দেখাশোনা করে বেকহ্যাম ব্র্যান্ড হোল্ডিংস (বিবিএইচ)। প্রতিষ্ঠানটি এ বছর মুনাফা করেছে ১ কোটি ২৬ লাখ পাউন্ড।
ডেভিড বেকহ্যামের ফুটওয়ার্ক প্রোডাকশন ফার্ম আয় করেছে ১ কোটি ২৫ লাখ পাউন্ড।
আর স্পাইস গার্লস ব্যান্ডের সাবেক গায়িকা থেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করা ভিক্টোরিয়ার নিজস্ব ভিক্টোরিয়া বেকহ্যাম লিমিটেডের আয় ৩ কোটি ৪১ লাখ পাউন্ড। ডেভিড বেকহ্যাম তার ফুটওয়ার্ক থেকে আয় করেছেন অতিরিক্ত ৬৫ লাখ পাউন্ড। সবমিলিয়ে এবছর এ দম্পতির আয় ৬ কোটি ৫৪ লাখ পাউন্ড।
বিডিটাইস৩৬৫ডটকম/এনএইচএ