আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:১৯
শাহজালালে যাত্রাবিরতি করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট
বিডিটাইমস ডেস্ক

জর্ডান থেকে জাপান যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
শনিবার দিবাগত রাতে এই যাত্রাবিরতী করবেন বলে জানা গেছে।
একটি সূত্রে জানায়, প্রেসিডেন্টকে বহন করা বিমানটি তেল সংগ্রহের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই সময় শনিবার দিবাগত রাত ১২ টা থেকে দেড়টা পর্যন্ত বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে মাহমুদ আব্বাসসহ তার সফরসঙ্গীরা যাত্রাবিরতি করবেন। তারা বিমানবন্দরের বাইরে যাবেন না।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন।
বিডিটাইমস৩৬৫ডটকম/আরকে