আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:২৩
অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার
বিডিটাইমস ডেস্ক

সম্প্রতি পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, যেসব পুলিশ সদস্যদের কারণে পুলিশের ভাবমুর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন তারা সামনে এগিয়ে যাবে।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেডএম