আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৫ ১৯:০৯

শিল্পকলার পক্ষকালব্যাপী চলচ্চিত্র উৎসব

অনলাইন ডেস্ক
শিল্পকলার পক্ষকালব্যাপী চলচ্চিত্র উৎসব

এক পক্ষকালব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ১০ থেকে ২৪ ডিসেম্বের পর্যন্ত চলবে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৫’।

মঙ্গলবার দুপুরে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী ১০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এবং সব জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একযোগে চলবে প্রদর্শনী।

১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, চলচ্চিত্র পরিচালক মস্হিউদ্দিন শাকের ও মোরশেদুল ইসলাম এবং চলচ্চিত্র গবেষক জনাব অনুপম হায়াত উপস্থিত ছিলেন।

এছাড়াও একাডেমির সচিব জনাব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ, অর্থ বিভাগের পরিচালক জনাব শহিদুল ইসলাম এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক জনাব মোস্তফা আল মাস্উদ সুমন উপস্থিত ছিলেন।

 

বিডিটাইমস৩৬৫ ডটকম/একে

উপরে