বয়ফ্রেন্ড মনে করে ছাত্রকে শিক্ষিকার নগ্ন এম এম এস

একজনের ভরা পৌষ মাস তো অন্যজনের মহাসর্বনাশ।স্রেফ একটা ভুল। একজনের মোবাইল থেকে অন্যজনের মোবাইলে গেল এমন জিনিস, যা অনায়াসে দ্বিতীয়জনের কাছে হয়ে গেল বিশাল পুঁজি।
ভুল লোককে ভুল টেক্সট পাঠানোর খেসারত দিতে হয়েছে অনেককেই। আর সেই টেক্সট যদি হয় নগ্ন সেলফি? আমেরিকার এক শিক্ষিকা ভুল করে সৃষ্টি করেছেন এমনই পরিস্থিতি।
এক ছাত্রের কাছে শিক্ষিকার প্রায় নগ্ন ছবি-সহ ‘‘আরও কিছু চাই কি না’’ জানতে চেয়ে মেসেজ আসে। ছাত্রটি দেরি না করে লিখে দেয় ‘‘ডেফেনেটলি’’।
তখনও ওই শিক্ষিকা বুঝতে পারেননি, কী ভুল তিনি করতে যাচ্ছেন। ছাত্র এবং বয়ফ্রেন্ডের প্রথম নাম একই হওয়াতে তিনি ছাত্রকে পাঠিয়ে দেন আরও কয়েকটা নগ্ন ছবি।
পরে ছাত্রটি নিজেই জানায় তার পরিচয়।
এরপর, শিক্ষিকা ছাত্রটিকে প্রস্তাব দেয়, যদি সে এই ছবি গুলো ডিলিট করে দেয় আর কাউকে কিছু না বলে তাহলে শিক্ষিকার কোর্সে ‘এ’ গ্রেড দেয়া হবে তাকে। ছাত্রটিও রাজি হয়ে যায়। এবং সব শেষে লেখে, ‘‘আই অ্যাম ইমপ্রেসড বাই হোয়াট আই সি...’’।
বিডিটাইমস৩৬৫ডটকম/এআর