আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫০
খালেদা রাজনীতির খলনায়িকা: ইনু
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসনকে ‘রাজনীতির খলনায়িকা’ আখ্যা দিয়ে তার কখনো বিজয় হবেনা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রাজধানীর যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার ইভেন্টে ‘লালচর’ সিনেমার প্রিমিয়ার শোতে তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, “রাজনীতির খলনায়িকা খালেদা। তার কখনো বিজয় হবেনা। সিনেমাতে যেমন খলনায়কের বিজয় হয়না। শেষ পর্যন্ত তারা হেরে যায়। তেমনি হবে তার (খালেদার) ।”
মুক্তিযুদ্ধের নামে তার যে ‘বিষাক্ত তীর ছুঁড়ছে’ তাতে কোনো কাজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিডিটাইমস৩৬৫ডটকম/একে