আপডেট : ২৫ নভেম্বর, ২০১৫ ১৩:২৭

বৈঠকে বসছেন খালেদা

অনলাইন ডেস্ক
বৈঠকে বসছেন খালেদা

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের বৈঠকে ডেকেছেন বেগম খালেদা জিয়া।

লন্ডনে আড়াই মাস কাটিয়ে দেশে ফেরার পর এটা তার প্রথম বৈঠক।

বুধবার রাত সাড়ে ৮টায় খালেদার গুলশান কার্যালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে আসন্ন পৌরসভা নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি আলোচনায় আসতে পারে বলে আভাস পাওয়া গেছে।

স্থানীয় সরকারের আইন বদলে যাওয়ায় এবারই প্রথম দলীয় প্রতীকে পৌরসভার মেয়র পদে নির্বাচন হবে। তবে কাউন্সিলর পদের ভোট আগের মতোই নির্দলীয়ভাবে হবে।

গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান খালেদা জিয়া। সেখানে স্বাস্থ্য পরীক্ষা ও ছেলে তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদ করে ২১ নভেম্বর  দেশে ফেরেন তিনি।

এরপর দুইদিন বিশ্রাম শেষে মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে অফিস করেন তিনি। নেতা-কর্মীদেরও সাক্ষাৎ দেন।

সেখানেই রাতে এ বৈঠক হবে বলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম সাংবাদিকদের এ কথা জানান।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য নিশ্চতি করেন, এবার নির্বাচনে দলীয় প্রতীক থাকায় দলীয় সিদ্ধান্তের বিষয় রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে। এতে কয়েকজন জ্যেষ্ঠ নেতা এবং আইনজীবীও থাকবেন।

বিডিটাইমস৩৬৫ডটকম/একে

 

 

উপরে