আপডেট : ১৯ আগস্ট, ২০১৬ ১৪:৩৭
বিক্রয় ডটকমের অনলাইনে পশু কেনায় বিশেষ ছাড়!
অনলাইন ডেস্ক

অনলাইনে যাঁরা পশু কিনতে চান, তাঁদের জন্য ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে বিক্রয় ডটকম। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনাকাটায় এ ছাড় পাওয়া যাবে।
বিক্রয় ডটকমের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মীর কাদিমের গরু ও অন্যান্য পশু কেনার ক্ষেত্রে সৌভাগ্যবান কিছু ক্রেতা ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এই অফার পেতে আগ্রহী গ্রাহকদের বিক্রয়ের কোরবানির শপ ভিজিট করতে হবে। সেখান থেকে গ্রাহকদের পছন্দের পশুর বিজ্ঞাপনটি ক্লিক করতে হবে এবং ‘বিজ্ঞাপনদাতাকে ই-মেইল করুন’ বাটনে ক্লিক করে পূর্ণাঙ্গ নাম, যোগাযোগের নম্বর ও ঠিকানা পাঠাতে হবে। ঈদের এক সপ্তাহ আগে বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করা হবে। অংশগ্রহণকারীরা প্রতিটি পশুর জন্য কেবল একবারই অংশগ্রহণ করতে পারবেন।
বিডিটাইমস৩৬৫ডটকম/সেন